নিজস্ব প্রতিবেদন : তৃণমূলে বড়সড় ভাঙনের সম্ভাবনা উসকে উঠল দক্ষিণ দিনাজপুরে। তৃণমূলের হাতছাড়া হয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ বিজেপির দখলে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। তৃণমূলের জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, সম্ভব হয়নি। সমস্ত নেতার মোবাইল সুইচড অফ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


১৮ সদস্যের দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ। জানা যাচ্ছে, ১৮ জন সদস্যের মধ্যে ১৪ জন-ই বৃহস্পতিবার রাতে কলকাতার উদ্দেশে রওনা দেন। আজ কলকাতা থেকে দিল্লি যাওয়ার কথা তাঁদের। শিক্ষা কর্মাধ্যক্ষ  প্রবীর রায়, সহ সভাধিপতি ললিতা টিগগা, শ্যামল সাহা ও বিশ্বনাথ পাহান ছাড়া সবাই-ই দিল্লিতে যাচ্ছেন বলে খবর। তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র দিল্লিতে রয়েছেন বলে সূত্রে খবর। শোনা যাচ্ছে, এরা সবাই বিজেপিতে যোগ দেবেন।


আরও পড়ুন, 'কাটমানি ফেরত দিন', চন্দননগর পৌরনিগমের প্রাক্তন তৃণমূলের কাউন্সিলরের নামে পড়ল পোস্টার


সব মিলিয়ে জোরদার দলবদলের জল্পনা। আর তার সঙ্গে জোরালো জেলা পরিষদ তৃণমূলের হাত থেকে বেদখল হয়ে বিজেপির ঝুলিতে যাওয়ার সম্ভাবনা। অবশ্য এই বিষয়ে জেলা নেতৃত্ব এখনও এই বিষয়ে মুখ খোলেনি। প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্র থেকে শুরু করে সমস্ত নেতারই মোবাইল বন্ধ অবস্থায় রয়েছে।