বিজেপিতে যোগদানের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা
বাবর সাহেব জানিয়েছেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: বি জে পি তে যোগ দেওয়ার 24 ঘণ্টা কাটতে না-কাটতে গ্রেফতার হলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সহ সভাপতি বাবর আলি শেখ। স্থানীয় বাসিন্দাদের সাথে অশান্তি ও মারধরের ঘটনায় কালনার মন্তেশ্বর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। কালনা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
বাবর সাহেব জানিয়েছেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতা কৃষ্ণ ঘোষের কটাক্ষ, যতদিন বাবর সাহেব তৃণমূলে ছিলেন ততদিন কোনও দোষ ছিল না। বিজেপিতে যোগ দিতেই তাঁকে গ্রেফতার করার কথা মনে পড়েছে পুলিসের? এ রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কী? না
বালিকাকে ধর্ষণের চেষ্টায় গ্রেফতার বাড়িওয়ালা
স্থানীয় তৃণমূল নেতা আজিজুল শেখ বলেন, ওর অভিযোগ ভিত্তিহীন। গ্রামে একটি পুকুরের দখল নিয়ে বিবাদের জেরে সংঘর্ষ বাধে। তাতে লাঠি দিয়ে গ্রামবাসীদের আঘাত করেছিলেন বাবর সাহেব। সেই ঘটনাতেই তাঁকে গ্রেফতার করেছে পুলিস।