নিজস্ব প্রতিবেদন : ফের বড়সড় ভাঙন রাজ্যের শাসকদলে। ভাঙন এবার অনুব্রতর গড়ে। বিজেপিতে যোগ দিলেন বীরভূমের লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। উত্তরীয় পরিয়ে মনিরুল ইসলামকে বিজেপিতে আমন্ত্রণ জানান কৈলাস বিজয়বর্গীয়। মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন লাভপুরের বিধায়ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


একইসঙ্গে আজই বিজেপিতে দিলেন নানুরের তৃণমূল নেতা গদাধর হাজরা। তৃণমূলের অন্দরে গদাধর হাজরা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত। পাশাপাশি বীরভূম যুব তৃণমূলের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল ও বীরভূমের তৃণমূল নেতা নিমাই দাসও আজ বিজেপিতে যোগ দিলেন।


উল্লেখ্য, সাতদফায় তৃণমূল কংগ্রেসকে ভাঙবে ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার নয়াদিল্লিতে দলের কার্যালয়ে বসে এই হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তিনি জানিয়েছেন, দ্বিতীয় দফায় ভাঙন ধরবে আগামী শনিবার, ১ জুন। আরও একধাপ এগিয়ে বিজেপি নেতা মুকুল রায় বলেন, দ্বিতীয় দফায় তৃণমূল কংগ্রেসের ছ’জন বিধায়ক বিজেপিতে যোগদান করবেন। তবে তাঁরা কারা, সেবিষয়ে অবশ্য স্পষ্ট কিছু জানাননি তিনি।


আরও পড়ুন, মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে রাজনীতি করার অভিযোগ, দিল্লি যাচ্ছেন না মমতা


প্রসঙ্গত, মঙ্গলবার-ই তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন ধরিয়েছে বিজেপি। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিজপুরের বিধায়ক মুকুল পুত্র শুভ্রাংশু রায়, বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য ও হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায় বিজেপিতে যোগ দিয়েছেন। একইসঙ্গে ব্যারাকপুর সংলগ্ন চারটি পুরসভার পঞ্চাশের বেশি কাউন্সিলর তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন।