নিজস্ব প্রতিবেদন: একুশের ভোটের আগে দলে গোষ্ঠীকোন্দল অব্যাহত। স্রেফ ক্ষোভ করাই নয়, হুগলির তারকেশ্বরে এবার পাল্টা প্রতিবাদ সভা করলেন খোদ বিধায়ক রচপাল সিং! বিড়ম্বনা আরও বাড়ল তৃণমূলের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: 'বিনা অনুমতিতে' বাইক মিছিল! ৪ বিজেপি কর্মীকে আটকের অভিযোগ


ঘটনার সূত্রপাত রবিবার। সেদিন স্থানীয় বিধায়কের কার্যালয় থেকে ঢিলছোঁড়া দূরত্বে তারকেশ্বর বাসস্ট্যান্ডে সভা ছিল তৃণমূলের। সেই সভায় প্রধান বক্তা ছিলেন হুগলির দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও অপরূপা পোদ্দার, দলের জেলা সভাপতি দিলীপ যাদব-সহ আরও অনেকে। অথচ সভায় আমন্ত্রণ পাননি বিধায়ক রচপাল সিং! এমনকী, ফেক্সেও তাঁর নাম ছিল না। পরে সংবাদমাধ্যমে খবরের জেরে অবশ্য তড়িঘড়ি ফেক্সটি বদলে ফেলা হয়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রচপাল সিং। তাঁর আক্ষেপ, 'দু'দফায় দশ বছর বিধায়ক থাকা সত্ত্বেও আমন্ত্রণ পেলেন না দলের কর্মসূচিতে।' বিষয়টি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন 'অপমানিত' বিধায়ক। কিন্তু ঘটনা হল, বিষয়টি এ পর্যন্তই থেমে থাকল না, জের গড়াল আরও দূরে। 


আরও পড়ুন: ৯ দফা দাবিতে মাথাভাঙা মহকুমা শাসককে স্মারকলিপি বিজেপি যুব মোর্চার


তৃণমূলের গোষ্ঠীকোন্দলের প্রতিবাদ বৃহস্পতিবার পাল্টা প্রতিবাদ সভা হল তারকেশ্বরে। আহ্বায়ক বিধায়ক রচপাল সিং নিজেই। সেই সভায় বক্তব্য রাখলেন তারকেশ্বর পুরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান উত্তম কুণ্ডু ও সাংসদ অপরূপা পোদ্দার। অসুস্থতার কারণে মঞ্চে থাকলেও ভাষণ দেননি রচপাল। উত্তম কুণ্ডুর অবশ্য় দাবি, তারকেশ্বরে তৃণমূলের কোনও গোষ্ঠীকোন্দল নেই। রবিবার সভায় বিধায়ককে ডাকা হয়নি, তাই বৃহস্পতিবার ফের সভার আয়োজন।