অনুপ কুমার দাস: তাপস সিনহার পর এবার রুকবানুর রহমান। চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল আরও এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে! স্থানীয় বাসিন্দাদের দাবি, নদিয়ার চাপড়া ব্লকের বিভিন্ন এলাকায় যুবক-যুবতীদের কাছে ৬ লক্ষ নিয়েছেন বিধায়ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যে তখনও ক্ষমতায় বামেরা। কড়েয়ার যুবক রিজওয়ানুর রহমানের মৃত্য়ুতে উত্তাল হয়ে ওঠেছিল রাজ্য রাজনীতিতে। প্রতিবাদে পথে নেমেছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ২০১১ সালে নদিয়ার চাপড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী হন রিজওয়ানুরের দাদা রুকবানুর রহমান। সেই থেকে চাপড়ার বিধায়ক তিনি।


আরও পড়ুন: নওশাদ সিদ্দিকীর আসার খবরে দরজায় তালা ভাঙড়ের মৃতের পরিবারের! তৃণমূল-যোগের অভিযোগ


২০১৬ সালের ঘটনা। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি দেওয়ার নামে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা বিধায়ক রকবানুর রহমান ও তাঁর সহযোগী সুকদেব ব্রহ্ম। সরকারি চাকরি পাওয়ার আশায় অনেকে বাড়ি বিক্রি করেও টাকা দিয়েছিলেন। কিন্তু কারও চাকরি হয়নি! টাকাও ফেরত পাননি।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কাছে চাপড়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন চাকরিপ্রার্থীদের অভিভাবকরা। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন রুকবানুর রহমান।


আরও পড়ুন: Kolkata: ছুটছে ট্রেন, ঝুলছে ছিনতাইবাজ; টিটাগড়ের হাড়হিম ছবি!


এদিকে সরকারি নামে টাকা নেওয়ার অভিযোগে নদিয়ারই তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সিনহাকে নোটিস পাঠিয়েছে রাজ্য় পুলিসের দুর্নীতির দমন শাখা। মঙ্গলবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে বিধায়কের আপ্ত সহায়ককে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)