প্রসেনজিত্ সরদার: খুনের হুমকি শওকত মোল্লাকে। প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক। জয়নগরে তৃণমূল নেতা খুনের পর এবার ক্যানিং পূর্বের শাসকদলের বিধায়ককে খুনের হুমকি! অভিযোগ, আজ যখন শওকত মোল্লা ভাঙড়ে আসছিলেন, সেইসময় তাঁকে ফোন করে খুনের হুমকি দেওয়া হয়। কে বা কারা বিধায়ককে খুনের হুমকি দিয়েছে, তা  এখনও জানা যায়নি। এই ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন বিধায়ক শওকত মোল্লা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওদিকে তদন্তে উঠে এসেছে, জয়নগরে তৃণমূল নেতা সইফুদ্দিন মোল্লাকে খুনের জন্য ১ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল। তবে কে সেই সুপারি দিয়েছিল, তা এখনও জানা যায়নি। তদন্তে আরও জানা গিয়েছে, খুনের আগে রেইকিও করে দুষ্কৃতীরা। ৪ দিন ধরে গতিবিধিতে নজর রাখছিল। তারপরই বাড়ির কাছে পঞ্চায়েত সদস্য ওই তৃণমূল নেতাকে গুলি করে দুষ্কৃতীরা। এলাকার তৃণমূল সংগঠনের অঞ্চল সভাপতির দায়িত্বও সামলাতেন সইফুদ্দিন৷ এলাকায় সইফুদ্দিন যথেষ্ট জনপ্রিয় ছিলেন বলেও দাবি তৃণমূলের। তাঁর স্ত্রী পঞ্চায়েত প্রধান।


এদিকে বামনগাছিতে আততায়ীর গুলিতে সইফুদ্দিন নিহত হওয়ার পর পালটা জনরোষের শিকার হয় এক দুষ্কৃতী। গণপিটুনিতে মৃত্যু হয় তার। বামনগাছিতে শুটআউটে নেতার মৃত্যুর পালটা তাণ্ডব চলে দলুয়াখাকিতেও। আগুন লাগিয়ে দেওয়া হয় বাড়িঘরে। ভাঙচুর করা হয় ঘর। এমনকি শিশুদেরও ছুঁড়ে ফেলা হয় পুকুরে। অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি মহিলা-শিশুরাও।


গতকাল তৃণমূল নেতা খুনের ঘটনায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত  মোল্লা তোপ দাগেন, "আমাদের জয়নগরের বামনগাছি অঞ্চলের তৃণমূলের সভাপতি সাইফুদ্দিন লস্করকে বিজেপি ও সিপিএম আশ্রিত সমাজ বিরোধীরা গুলি করে খুন করেছে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিরোধী দলগুলোর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। আর সেই কারণে এইভাবে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের একের পর এক খুন করছে।" 


যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়ে পালটা মাফিয়ারাজের অভিযোগে সরব হয় বাম নেতৃত্ব। ওদিকে বিজেপি তোপ দাগে, কাটমানি দখলের লড়াইয়ের পরিণতিতেই এই খুন বলে। পরে তদন্তেও উঠে আসে যে, খুনের পিছনে রয়েছে টাকাপয়সা সংক্রান্ত বিবাদ!


আরও পড়ুন, Dilip on Anubrata: 'পার্থ, বালুর বিকল্প আছে, কেষ্টর বিকল্প নেই?' অনুব্রত প্রশ্নে সরব দিলীপ



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)