মনোজ মণ্ডল: 'অনেক ভালো মার্কস পাওয়া লোককে শূন্য় দিয়েছে'। বাম আমলে চিরকুটে চাকরি অভিযোগে এবার সরব তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। বললেন, 'যদি কখনও চান, তাহলে মুখ্যমন্ত্রীর হাতে তালিকা তুলে দেবেন'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিয়োগ দুর্নীতির শিকড় কোথায়? একাধিক জনসভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, 'বাম আমলে যাঁরা গণশক্তিতে চাকরি করতেন বা সিপিএমের সর্বক্ষণের কর্মী ছিলেন, তাঁরা চিরকুটে চাকরি পেয়েছেন'। এমনকী, ধর্মতলায় ধরনা মঞ্চ থেকেও তিনি বলেন, 'ডিএ আন্দোলনের মঞ্চে  চোর, ডাকাতরা বসে। যারা চিরকুটে চাকরি পেয়েছে, তারাই বসে। ব্রাত্য বসুকে বলব তদন্ত করতে। কারা চিরকুটে চাকরি পেয়েছে, সব তদন্ত হোক'।


আরও পড়ুন:  Chopra Firing: ভরদুপুরে শুট আউট! চোপড়ায় খুন তৃণমূলকর্মী...


একসময়ে রাজারহাট-নিউটাউন এলাকার দাপুটে সিপিএম নেতা ছিলেন তাপস চট্টোপাধ্যায়। ২০১৫ সালে তৃণমূলে যোগ দেন তিনি। একুশে বিধানসভা ভোটে রাজারহাট-নিউটাউন কেন্দ্র থেকে জিতেছেন ঘাসফুল প্রতীকে। এদিন বারাসতে তৃণমূলের জেলা পার্টি বসে তাপস বলেন, 'বাম আমলে অনেক ভালো মার্কস পাওয়া লোককে শূন্য দিয়েছে, আর অনেক শূন্য পাওয়া মানুষের চাকরি হয়েছে'। এরপরই তাঁর দাবি, 'আমি নিজে কখনও এই ধরণের চিরকুট দিয়ে কারও চাকরি করে দিইনি'।



এদিকে বাম আমলে কোটা চাকরির অভিযোগে অনড় মন্ত্রী উদয়ন গুহ। তাঁর দাবি, 'বাম আমলে কোনও পরীক্ষা হত না। নাম কা ওয়াস্তে ইন্টারভিউ হত। সিপিএম-র মতো ফরওয়ার্ড ব্লকও টাকার ভাগ পেত'। বস্তুত, উদয়ন নিজেই ফরওয়ার্ড ব্লকে নেতা ছিলেন। এরপর যখন রাজ্যে পালাবদল ঘটে, তখন তৃণমূলে যোগ দেন তিনি। একুশে বিধানসভা ভোটের পর মন্ত্রী হন তিনি। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)