`কোনওদিন মনে হয়নি, অন্য দলে গিয়েছেন`, মুকুলের `ঘর ওয়াপসি`তে Aparupa Poddar
`সবসময়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করতেন`, বললেন আরামবাগের তৃণমূল সাংসদ।
নিজস্ব প্রতিবেদন: 'ঘরের ছেলে ঘরে ফিরেছেন'। মুকুল রায়ের 'ঘর ওয়াপসি'কে স্বাগত জানালেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar,)। বললেন, 'কোনওদিন মনে হয়নি, অন্য দলে গিয়েছেন। তাঁর হৃদয় সবসময় তৃণমূলেই ছিল'।
ব্যবধান সাড়ে তিন বছরের। একুশের বিধানসভা ভোটের পর বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরলেন মুকুল রায় (Mukul Roy)। সঙ্গে ছেলে শুভ্রাংশুও। এদিন তৃণমূল ভবনে বাবা ও ছেলেকে উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলনেত্রী বলেন, 'মুকুল ঘরের ছেলে ঘরে ফিরলেন। মুকুল নিজেও মানসিক শান্তি পেল।' পুরানো দলে ফেরার পর নেত্রীর প্রশস্তি শোনা যায় মুকুল রায়ের মুখেও। তাঁর গলায় ধরা পড়ে আগামীর ইঙ্গিতও।
আরও পড়ুন: গোয়ালের গরু দড়ি ছিঁড়ে বেরিয়ে গিয়েছিল, আবার বাঁধা হল, মুকুল-প্রত্যাবর্তনে Anubrata
কী প্রতিক্রিয়া আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার? তিনি বললেন, 'মুকুলদা, ঘরের ছেলে ঘরের ফিরলেন। কোনওদিন মনে হয়নি, অন্য দলে গিয়েছেন, ওনার হৃদয় সবসময় তৃণমূলেই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে সবসময় শ্রদ্ধা করতেন। আমরা স্বাগত জানাই। আগামি দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতাদিকে সঙ্গে নিয়ে ভালো করে কাজ করব'।
আরও পড়ুন: বঙ্গ BJP-তে লবিবাজি বন্ধ হোক, মুকুলের দল ছাড়ার দিনই সোশ্যাল মিডিয়ায় সরব অনুপম
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)