চম্পক দত্ত: তৃণমূল সাংসদ দেব ও অভিনেতা বনিকে সেনগুপ্ততে নিশানা করলেন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। বিজেপি নেতার অভিযোগ, বিরাটভাবে দুর্নীতিতে জড়িত দেব। দুর্নীতিতে হাত পাকিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্তও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মন্দিরে পুরোহিত চোর হলে কি দেবতা চোর হয়ে যায়! দুর্নীতি নিয়ে পাল্টা সওয়াল শোভনদেবের  


রবিবার চন্দ্রকোনা দক্ষিণ মণ্ডলের বিজপির কার্যালয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার কর্মসূচিতে যোগ দেন হিরণ চট্টোপাধ্যায়। সেই অনুষ্ঠান শেষ হওয়ার পরই দেব ও বনির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন হিরণ।


কী বললেন খড়গপুরের বিজেপি বিধায়ক? হিরণ এদিন বলেন, তৃণমূলের মন্ত্রী-নেতাদের বাড়িতে কোটি কোটি টাকা। গ্লামার ওয়ার্ল্ডও দুর্নীতিতে জড়িয়েছে। আগেও বলেছিলাম ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী বিরাটভাবে দুর্নীতিতে জড়িত। ৫ কোটি টাকা এনামূলের কাছ থেকে নিয়েছিলেন। ওই কথা বলার পর দেবের ফ্য়ানরা আমার উপরে রাগ করেছিলেন। এর জন্য আমাকে নোংরা গালাগালও দেওয়া হয়েছিল। সারা জীবন সততার সঙ্গে রাজনীতি করে এসেছি। সততা নিয়েই সারা জীবন বাঁচব। এটাই আমার আদর্শ।


দেব ছাড়াও অভিনেতা বনি সেনগুপ্তকেও নিশানা করেন হিরণ। বলেন, বনি সেনগুপ্তর মতো ছোট্ট একটা ছেলে সবেমাত্র অভিনয়ে এসেছে। সেও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেসে যারা যোগ দিয়েছেন তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। সায়নী ঘোষের কথাই ধরুন। আদালতের বিচারকও বলছেন তিনি কীভাবে একের পর এক ফ্ল্যাট তিনি নিয়েছেন। বহু ফ্ল্যাট বেআইনিভাবে বানিয়েছেন। মানুষ বুঝছে তৃণমূল কীভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। আগেও বলেছি, এখনও বলব টলিউড ফিল্ম ইন্ডাস্চ্রি নামী প্রোডিসার শ্রীকান্ত মোহতা কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন। টিলিউডের ৯০ শতাংশ ডিরেক্টর, প্রোডিউসার, অভিনেতা চোরেদের সরকারের সঙ্গে জড়িত।


হিরণের ওই মন্তব্যের পাল্টা অভিনেতা বনি সেনগুপ্ত বলেন, আজকাল প্রচার পাচ্ছেন না। এখন প্রচারের আলো তাঁর উপরে নেই। তাই এসব বলছেন। আমি বিজেপিতে থাকলে হিরণ এসব বলতেন তা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)