নিজস্ব প্রতিবেদন: তৃণমূল - বিজেপি সংঘর্ষে রক্ত ঝরল ঝাড়গ্রামের সাঁকরাইল থানা এলাকায়। অভিযোগ, এক তৃণমূলকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় বিজেপি কর্মীরা। তৃণমূলের একটি পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তৃণমূলের দাবি, সাঁকরাইলের রগড়া গ্রামে তাদের ওপর হামলা চালিয়েছে বিজেপি। রজত দে নামে এক তৃণমূল কর্মীকে টাঙি দিয়ে কোপানো হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় আহত বেশ কয়েকজনকে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। তৃণমূল কর্মীর একটি মোটরসাইকেল বিজেপি পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে তৃণমূলের একটি কার্যালয়ে। 


ফাল্গুনেই আছড়ে পড়ল বছরের প্রথম কালবৈশাখি, তুমুল ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে


ঘটনার সূত্রপাত শনিবার, তৃণমূলের পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে দুপক্ষের বিবাদ বাঁধে। সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এর পর পুলিস বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে। তাতে উত্তেজনা আরও বাড়ে। রবিবার সেই রোষ গিয়ে পড়ে তৃণমূল পার্টি অফিস ও সেখানে থাকা কর্মীদের ওপর। 


বিজেপি যদিও অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, তৃণমূলই হামলা চালিয়েছে বিজেপির ওপর। মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মীদের।