নিজস্ব প্রতিবেদন : অস্ত্র মামলায় গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। ধৃতের নাম চণ্ডীচরণ মণ্ডল। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর। ধৃতকে আজ ধুবরাজপুর আদালতে তোলা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত চণ্ডীচরণ মণ্ডল বীরভূমের খয়রাশোল পঞ্চায়েত সমিতির সদস্য। তিনি প্রাথমিক স্কুলের শিক্ষকও। অস্ত্র মামলায় তাঁকে গ্রেফতার করেছে কাঁকরতলা থানার পুলিস। যদিও ধৃতের কাছে কী ধরনের অস্ত্র পাওয়া গিয়েছে, তা নিয়ে মুখ খুলতে চায়নি পুলিস। তবে আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃত চণ্ডীচরণ মণ্ডলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।


আরও পড়ুন, বিমানবন্দরে অভিষেকের স্ত্রীকে 'হেনস্থা', কমিশনে রিপোর্ট জমা  জেলাশাসকের


এদিন ধৃতকে দুবাজপুর আদালতে তোলা হয়। আদালত থেকে বেরনোর সময় তৃণমূলের ধৃত পঞ্চায়েত সমিতির সদস্য দাবি করেন, তাঁকে মিথ্যা কারণে গ্রেফতার করা হয়েছে। তাই দলত্যাগ করবেন তিনি। পাশাপাশি, পঞ্চায়েত সমিতির পদ থেকেও তিনি ইস্তফা দেবেন বলে জানিয়েছেন।



(বোমা উদ্ধার)


অন্যদিকে, এদিন নানুরে সুচপুর গ্রামে মাঠের ধার থেকে উদ্ধার হয় ২ ড্রাম ভর্তি তামা বোমা। বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে ড্রাম ভর্তি বোমাগুলি উদ্ধার করে পুলিস। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।