নিজস্ব প্রতিবেদন : ব্যক্তিগত কাজ রয়েছে। তাই সরকারি কাজটা সামলাক স্বামী।  আজব আবদার করেছেন ওল্ড মালদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ লক্ষ্মী সরদার। জেলা প্রশাসনে অস্বস্তি, সঙ্গে কৌতুহলও। এমনকি আবেদন করে  চিঠিও দিয়েছেন পূর্ত কর্মাধ্যক্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, দুর্গন্ধে টেকা দায়, খালের জলে মিলল অজ্ঞাতপরিচয় যুবকের দেহ


লক্ষ্মী সর্দার । কাঁধে পূর্ত কর্মাধ্যক্ষের দায়িত্ব। গুরুত্বপূর্ণ পদ। কিন্তু হাতে সময় নেই। ওল্ড মালদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের নাকি ব্যক্তিগত ব্যবসা রয়েছে। তাই  আবদার, নামটা তাঁরই থাকুক, কিন্তু প্রশাসনিক কাজটা করুন তাঁর স্বামী।


আরও পড়ুন, বড় বউদির সঙ্গে স্বামীর 'সম্পর্ক' ভালো ঠেকেনি যুবতী স্ত্রীর! বিয়ের ১১ মাসের মাথায় এটাই ঘটল


আবদার করেই ক্ষান্ত থাকেননি লক্ষ্মীদেবী। নিজের স্বামী তথা দাপুটে নেতাকে নিজের পদাধিকারের কাজ দেওয়ার আবেদন জানিয়ে প্রশাসনের কয়েকটি স্তরে চিঠিও লিখেছেন । যদিও স্বামীর সাফাই, সন্তানের দেখভালের  কারণেই এমন আবেদন।


আরও পড়ুন, ধর্ষণ-খুন! আমবাগানে মিলল দশম শ্রেণির ছাত্রীর ক্ষতবিক্ষত ঝুলন্ত দেহ


ওল্ড মালদা ব্লক যুব তৃণমূলের সভাপতির সাফাই যাই হোক না কেন, এমনটা যে সম্ভবই না বুঝিয়ে দিচ্ছেন আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই স্ত্রীর নামে অফিসে খবরদারি চালাচ্ছেন স্বামী। তাই কি সোজাসাপ্টা সরকারি স্বীকৃতি চাইলেন স্ত্রী?