নিজস্ব প্রতিবেদন: বিশেষভাবে সক্ষম মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! পিংলাকাণ্ডে অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল পুলিস। আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিলেন নির্যাতিতা। এদিকে দোষীদের শাস্তির দাবিতে জেলাশাসক ও পুলিস সুপারের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন বিশেষভাবে সক্ষমদের সংগঠনের সদস্যরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঠিক কী? জানা গিয়েছে, পিংলা থানার কালুখাঁড়া গ্রাম দিদির বাড়িতে এসেছিলেন বিশেষভাবে সক্ষম ওই মহিলা। ঘড়িতে তখন প্রায় ৯টা। সোমবার রাতে খাওয়াদাওয়ার পর বাসন ধোয়ার জন্য বাড়ির বাইরে বেরোন তিনি। সঙ্গে ছিলেন স্থানীয় এক গৃহবধূ।  


আরও পড়ুন: Nabadwip Murder: বিবাহ বহির্ভূত সম্পর্কে তিক্ততাতেই খুন মহিলা? নবদ্বীপে গ্রেফতার খুনি


নির্যাতিতার মায়ের অভিযোগ, 'বাসন ধোয়ার সময়ে আমার মেয়ে আলো ধরে দাঁড়িয়েছিল। আচমকাই স্থানীয় পঞ্চায়েত সদস্য় অভিজিৎ মণ্ডল তাঁকে তুলে নিয়ে যায়। গ্রামের পাশে মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে'। এরপর রক্তাক্ত অবস্থায় তিনি নিজেই গ্রামে ফেরেন। কিন্তু থানায় গেলে পুলিস অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।


আরও পড়ুন: Malda: ব্যাঙ্কে টাকা জমা দিয়ে ফেরার পথে চড়াও প্রাক্তন স্বামী, তারপরের ঘটনা ভয়ঙ্কর!


গতকাল, মঙ্গলবার নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সটান মেদিনীপুর আদালতে হাজির হন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস। মেদিনীপুর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে তখন চিকিৎসা চলছিল। হাসপাতাল থেকেই নির্যাতিতা নিয়ে যাওয়া হয় মেদিনীপুরের কোতুয়ালি থানায়। স্রেফ ধর্ষণের অভিযোগ দায়ের করা নয়, রাতেই অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে অভিজিৎ মণ্ডলকে আটক করে পুলিস। এদিন তাঁকে গ্রেফতার করে পাঠিয়ে দেওয়া হয় আদালতে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)