বাসুদেব চট্টোপাধ্যায়: ইসিএলের খনিতে থেকে কয়লা চুরি খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্যের! বাজেয়াপ্ত কয়লাবোঝাই ট্রাক। ট্রাকের চালককেও গ্রেফতার করেছে চালক। তবে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য পলাতক। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়ায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  India-Bangladesh Border: অস্থির বাংলাদেশ! সীমান্তে ক্রমশই বাড়ছে অনুপ্রবেশকারীর সংখ্যা, নিরাপত্তা বাড়াতে বড় সিদ্ধান্ত BSF-এর...


পুলিস সূত্রে খবর, অভিযুক্তের নাম  কালীচরণ বাউরি। রানিগঞ্জের জেমারী পঞ্চায়েতের তৃণমূল সদস্য তিনি। অভিযোগ, শনিবার রাতে ইসিএলের খনিতে কয়লা তুলে লরিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পায় পুলিস। ১৯ নম্বর জাতীয় সড়কে আটক করা হয়।গ্রেফতার করা হয় ট্রাক চালককে। এরপর যখন ধৃতকে জেরা করা হয়, তখনই কালীচরণের নাম উঠে আসে। ওই পঞ্চায়েত সদস্য-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের  করা হয়েছে জামুড়িয়া থানায়। 


এদিকে এই ঘটনার পর থেকে পলাতক কালীচরণ। তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু বলেন, 'ঘটনাটি শুনেছি। যদি কালীচরণ দোষী সাব্য়স্ত হয়, দল উপযুক্ত ব্য়বস্থা নেবে। দল কোনওদিন এই ধরণের কাজকে প্রশয় দেয় না। আইন আইনের পথে চলবে। দল কোনওভাবেই এই ধরণের কাজের সঙ্গে যে যুক্ত থাকবে, তাঁর পাশে দাঁড়াবে না'। জানান, 'আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকা থেকে দলের কাছে এই ধরণের অভিযোগ প্রায়ই আসছে। পুলিসকে বলব, তদন্ত করার পর যেন আইনগত ব্য়বস্থা নেয়। তৃণমূল কংগ্রেসে কোনও নেতার বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ আসে, দল তাঁর পাশে দাঁড়াবে না'।


আরও পড়ুন:   Purbasthali Kalna: পূর্বস্থলী পাখিরালয় চেনেন? ৭০ একরের সুবিশাল বাঁশদহ বিলে উড়ে আসতে শুরু করেছে সুদূরের পাখিরা...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)