নিজস্ব প্রতিবেদন : বিজেপিতে যোগদানকারী দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১০ জন সদস্যের মধ্যে তিনজন সদস্য আজ আবার তৃণমূলে যোগদান করলেন। ১৮ আসনবিশিষ্ট দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১০ জন বিজেপিতে যোগদান করার পর বিজেপি দাবি করেছিল দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ তাদের দখলে গিয়েছে। কিন্তু সেই ১০ জনের মধ্যে ৩ জন আজ আবার তৃণমূলে 'ঘর বাপসি' করলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


গত ১১ তারিখ বিজেপির জেলা নেতৃত্ব সহ কর্মী-সমর্থকদের নিয়ে ছয় জন কর্মাধ্যক্ষ জেলা পরিষদে ঢুকে তাঁদের অফিসে বসে  কাজ শুরু করেন। সেদিন বিজেপি দাবি করেছিল যে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ পশ্চিমবঙ্গের প্রথম জেলা পরিষদ, যার দখল নিল বিজেপি । অবশ্য সেদিনের সেই মিছিলে মাত্র ৬ জন কর্মাধ্যক্ষ উপস্থিত ছিলেন । বিজেপি দাবি করেছিল, বাকি ৪ জন তাদের সাথেই আছে ।


কিন্তু আজ জেলা সভাপতি অর্পিতা ঘোষ প্রেস মিট করে দলত্যাগী ১০ জনের মধ্যে তিনজনকে উপস্থিত করেন। তাঁরা পুনরায় তৃণমূলে যোগদান করেন। আজ যাঁরা তৃণমূলে যোগদান করলেন, তাঁরা হলেন নীরা রায়, গৌরী মালি ও পঞ্চানন বর্মন। সংখ্যাতত্ত্বের বিচারে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষে আছেন ১১ জন সদস্য।


আরও পড়ুন, পাড়াই বাঁচাতে পারছেন না, ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন, খোঁচা অভিষেকের


আগামী সোমবার এই ১১ সদস্যকে নিয়ে জেলা পরিষদে যাবেন অর্পিতা ঘোষ । সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণেই তৃণমূল কংগ্রেস জেলা পরিষদ শাসন করবে বলে দাবি করেছেন অর্পিতা। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ বিরোধীশূন্য ছিল। অর্থাত্ মোট ১৮ আসনের সবকটি-ই তৃণমূল পেয়েছিল।