পাড়াই বাঁচাতে পারছেন না, ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন, খোঁচা অভিষেকের

এদিন কাঁচরাপাড়া পুরসভার ৯জন কাউন্সিলর ফিরে এসেছেন তৃণমূলে। আগেই ফিরেছিলেন ৫ জন কাউন্সিলর।

Updated By: Jul 13, 2019, 06:12 PM IST
পাড়াই বাঁচাতে পারছেন না, ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন, খোঁচা অভিষেকের

নিজস্ব প্রতিবেদন: ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন। হালিসহর ও কাঁচরাপাড়া পুরসভা পুনর্দখলের পর কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, দিল্লির দরবারে নম্বর বাড়াতে ভয় দেখিয়ে জনপ্রতিনিধিদের দলে যোগদান করাচ্ছেন। 

এদিন কাঁচরাপাড়া পুরসভার ৯জন কাউন্সিলর ফিরে এসেছেন তৃণমূলে। আগেই ফিরেছিলেন ৫ জন কাউন্সিলর। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আপনারা তো ওনাকে বঙ্গ রাজনীতির চাণক্য বলেন। কী চাণক্য জানি না! মেড ইন চায়না বলা উচিত। নিজেকে সর্বভারতীয় নেতা হিসেবে দাবি করেন। অথচ নিজের গড় রক্ষা করতে পারেন না'। 

নীতিবোধ থাকলে বিধায়কের সঙ্গে কথা বলার আগে একশোবার ভাববে। নিজের এলাকা। ২৩ জনের মধ্যে ১২ জন আগেই ছিল। একজন পিরে এসেছেন। হালিসহরে। চেয়ারম্যান সুদামা রায়। সকলে মিলে তৃণমূলে ফিরে এসেছেন। জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। 

১০৭ জন বিধায়ক বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে দাবি করেছেন মুকুল রায়। তাঁর বক্তব্য, সিংহভাগ তৃণমূল বিধায়ক যোগ দিচ্ছেন। অভিষেক পাল্টা বলেন,'মুখ বাঁচাতে কিছু একটা তো বলতে পারেন। ১০ জন কাউন্সিলর রক্ষা করতে পারলেন না। ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন'।

.