TMC | Subrata Bakshi: `ইচ্ছামতো বিবৃতি দেওয়া বন্ধ করুন`, নবীন-প্রবীণ দ্বন্দ্বে বার্তা রাজ্য সভাপতির!
দলের রাশ কার হাতে থাকবে? লোকসভা ভোটের আগে তৃণমূলের নবীন-প্রবীণ `দ্বন্দ্ব`। শাসকদলের নেতাদের মন্তব্য, পাল্টা মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি।
প্রবীর চক্রবর্তী: তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বের মাঝেই এবার আসরে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তাঁর বার্তা, 'নিজেদের ইচ্ছামতো বিবৃতি দেওয়া বন্ধ করুন। বেফাঁস মন্তব্য় করে দলকে অস্বস্তিতে ফেলা যাবে না'। সূত্রের খবর তেমনই।
আরও পড়ুন: Partha Chatterjee: পার্থর নয়া আবদার! করজোড়ে কাতর আবেদন বিচারকের কাছে...
দলের রাশ কার হাতে থাকবে? লোকসভা ভোটের আগে তৃণমূলের নবীন-প্রবীণ 'দ্বন্দ্ব'। শাসকদলের নেতাদের মন্তব্য, পাল্টা মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি। পরিস্থিতি এমনই যে, 'আগের মতো কেন তিনি সেভাবে সক্রিয় নন'? তৃণমূল নেতাদের প্রশ্নের মুখের এবার খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এদিকে মমতা বন্দ্য়োপাধ্যায় নির্দেশে জেলাওয়াড়ি বৈঠক শুরু করেছেন তৃণমূল রাজ্য় সভাপতি সুব্রত বক্সি। আজ, বুধবার প্রথম সাংগঠনিক বৈঠক ছিল বাঁকুড়ায়। সূত্রের খবর, বৈঠকে জেলার নেতাদের রাজ্য সভাপতি বলেন, 'বাঁকুড়া জেলার ২ লোকসভা আসনেই জয় চাই। পুরনোদের ঢেকে নিন। যাঁরা বাড়িতে বসে আছেন, তাঁদের নামাতে হবে। গ্রামে গ্রামে যেতে হবে, ব্লক ধরে ধরে প্রচার করতে হবে'। সঙ্গে বার্তা, 'এটা মান অভিমানে সময় নই। এটা যুদ্ধজয়ের সময়স মান অভিমান ভুলে মাঠে নামুন'।
আরও পড়ুন: Malbazar: জঙ্গলে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বুনো হাতির আক্রমণে মৃত্যু দুই বৃদ্ধের...
চুপ করে থাকেননি মন্ত্রী ফিরহাদ হাকিমও। তাঁর কৌশলী বার্তা, 'আমি সবাইকে অনুরোধ করব, দলের যদি কোনও সমস্যা থাকে, পার্টি অফিস আছে, সুব্রত বক্সি আছে, অভিষেক বন্দ্য়োপাধ্যায় আছেন, তাঁদের সঙ্গে কথা বলুন। দয়া করে বিবৃতির লড়াইয়ে যাবেন না। দল এখন একটা খুব বড় লড়াইয়ে নামছে। আমাদের সবাইকে এক্যবদ্ধ হয়ে লড়াইটা লড়তে হবে। আমরা সবাই, ছোট-বড় সবাই একসঙ্গে লড়াই করব'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)