নিজস্ব প্রতিবেদন: বিজেপির উত্তরকন্যা অভিযানের আগের দিন উত্তরবঙ্গে অশান্তি। দলের প্রস্তুতি বৈঠকে অতর্কিতে হামলা চালাল দুষ্কৃতীরা। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় এক বিজেপি নেতা। হামলার অভিযোগ উড়িয়ে দিয়ে রাজ্যের শাসকদলের পাল্টা দাবি, দুয়ারে সরকার কর্মসূচির প্রচার অভিযানে হামলা চালিয়েছেন বিজেপি সমর্থকরা। আহত বেশ কয়েকজন। অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম উত্তর দিনাজপুরের চোপড়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কাল উত্তরকন্যা ঘেরাও অভিযান, পুলিশ দিয়ে কর্মসূচি বানচালের ছক তৃণমূলের: যুব মোর্চা


রাত পোহালেই উত্তরকন্যা অভিযান। শেষবেলায় প্রস্তুতি চলছে জোরকদমে। উত্তর দিনাজপুরের চোপড়ার কামারগছ এলাকায় রবিবার বিকেলে প্রস্তুতি বৈঠক করছিলেন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, আচমকাই সেখানে চলে আসে তৃণমূলের একটি মিছিল। সেই মিছিল থেকে বৈঠকে হামলা চালানো হয়। ভাঙচুর চলে বেশ কয়েকটি মোটর বাইকে। গুরুতর জখম হন স্থানীয় বিধানসভা এলাকায় বিজেপি আহ্বায়ক অসীম বর্মন। গুরুতর আহত অবস্থায় তিনি ভর্তি হাসপাতালে। বিজেপির দাবি, দলের বেশ কয়েকজন কর্মী নিখোঁজ!


আরও পড়ুন: স্বমেজাজে বিমল গুরুং, শিলিগুড়ির সভা থেকে দিলেন বিজেপিকে উত্খাতের ডাক


বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বলেন, 'তৃণমূল যদি আক্রমণ বন্ধ না করে, তাহলে আমরাও পাল্টা আক্রমণ শুরু করব।' উত্তরকন্যা অভিযানের প্রস্তুতি বৈঠকে হামলার প্রতিবাদে এদিন পথ অবরোধও করেন বিজেপি কর্মী-সমর্থকরা। পাল্টা অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বও। তাদের দাবি, রবিবার দুয়ারে সরকার কর্মসূচি প্রচারে এলাকায় মিছিল করছিলেন দলের কর্মীরা। সেই মিছিলে হামলা চালিয়েছে বিজেপি। আহত হন বেশ কয়েকজন।