নিজস্ব প্রতিবেদন: আস্থা ভোট চলাকালীন রানাঘাটের বিজেপি সাংসদকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কর্মী-সমর্থকরা। নিজের কেন্দ্রেই আটকেপড়া বিজেপি সাংসদকে উদ্ধার করতে ছুটে আসতে হল পুলিসকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-WB Bypoll: ভবানীপুর কেন্দ্রে বামেদের সম্ভাব্য প্রার্থী শ্রীজীব বিশ্বাস


বুধবার নদিয়ার শান্তিপুর ব্লকের বেলগড়িয়া-২ গ্রাম পঞ্চায়েতে আস্থাভোট চলছিল। সেইসময় সেখানে হাজির হন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এরপরই জগন্নাথ সরকারকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তৃণমূল কর্মী ও বাসিন্দাদের একাংশ।


শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিমাই চন্দ্র বিশ্বাসের দাবি, আস্থাভোট চলাকালীন আইন অমান্য করে পঞ্চায়েতে আসায় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। গোলমালের সব দায় জগন্নাথ সরকারের।


ওই বিক্ষোভের মধ্যে পড়ে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন বলে দাবি করেন বিজেপির শান্তিপুর মণ্ডলের সভাপতি বিপ্লব কর। এক বিজেপি কর্মীর দাবি, চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। এর মধ্যেই কিছু তৃণমূল সমর্থক এসে আমাদের মাতায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমিক দেয়। এদিকে, পরিস্থিতি এতটাই উত্তেজক হয়ে ওঠে যে পুলিস এসে উদ্ধার করে নিয়ে যায় জগন্নাথ সরকারকে।


আরও পড়ুন-MSP Hike: কৃষকদের জন্য বড় খবর! রবি শস্যে ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি কেন্দ্রের  


প্রসঙ্গত, এই গ্রাম পঞ্চায়েতে রয়েছে মোট ১৫টি গ্রাম সংসদ। গত পঞ্চায়েত নির্বাচনে ৬ টি আসনে জয়ী হয় নির্দল প্রার্থীরা। ছটি আসন বিজেপির দখলে থাকে। এছাড়াও ৩টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল। পরবর্তীতে ৬ নির্দল প্রার্থী তৃণমূলকে সমর্থন করায় গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে আসে। এরপরই গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের টিকিটে জয়ী পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব প্রামানিক দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। এরপরই পঞ্চায়েতে অনাস্থা আনে গেরুয়া শিবির। সেইমতো আজ বুধবার পঞ্চায়েতে আস্থা ভোট নেওয়া হচ্ছিল। সেখানেই এই গন্ডগোল।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)