নিজস্ব প্রতিবেদন:  একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে উপপ্রধানকে খুনের চেষ্টার অভিযোগ উঠল  বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কাটোয়ার শিলা  ক্যানেল পুলের কাছের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 আহত পলসোনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাগর সাহাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে ঘটনার কথা অস্বীকার করা হয়েছে।


মিড-ডে মিল কাণ্ডে সাসপেন্ড চুঁচুড়া বালিকা বানীমন্দির স্কুলের দুই শিক্ষিকা


জখম দলীয় কর্মী সাগর সাহাকে দেখতে রাতে হাসপাতালে যান কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি জানান,  বিজেপির পক্ষ থেকে সোমবার পঞ্চায়েতে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি ছিল।  সেই পর্ব মিটে যাওয়ার পর উপপ্রধান সন্ধ্যায় যখন পঞ্চায়েত অফিস থেকে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন, তখন তাঁর ওপর হামলা হয়। দুষ্কৃতীরা  তাঁকে  আটকে  রাস্তায় ফেলে ব্যাপক মারধর করে,  গলায় গামছার ফাঁস লাগিয়ে খুনেরও চেষ্টা করে বলে অভিযোগ।


তাঁর অভিযোগ,  নোংরা রাজনীতি করে বিজেপি এলাকাকে অশান্ত করতে চাইছে। কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  পুলিস ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছে।