নিজস্ব প্রতিবেদন: ভাটপাড়া ও কাঁচরাপাড়ায় কাউন্সিলরদের সঙ্গে তৃণমূল যে আচরণ করছে তা বিজেপি করলে তৃণমূলে একজনও সাংসদ বিধায়ক থাকবেন না। সোমবার এই ভাষাতেই শাসকদলকে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন Zee ২৪ ঘণ্টাকে একান্ত সাক্ষাত্কারে সায়ন্তন বলেন, 'ভাটপাড়ায় বিজেপি পরিচালিত পুরসভায় তালা ঝুলিয়ে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। সেখানে পুলিসকে ব্যবহার করে কাউন্সিলরদের দলে টানছে তৃণমূল। ভুয়ো মামলা দিয়ে তাদের ভয় দেখানো হচ্ছে।'


 



এর পরই সায়ন্তনের হুঁশিয়ারি, 'তৃণমূলের মনে রাখা উচিত, এক মাঘে শীত যায় না। আমাদের সঙ্গে যে ব্যবহার তারা করবে ঠিক সেই ব্যবহারই ফেরত পাবে। প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া থাকে। আমরা তৃণমূলের সাংসদ - বিধায়কদের ধমকাতে শুরু করলে ২৯৪ জন বিধায়কের মধ্যে ৯৪ জনও তৃণমূলে থাকবেন না। ২২ জন সাংসদের ২ জন তৃণমূলে থাকবেন কি না সন্দেহ।' 


রাজ্যে জেনারেলদের সংরক্ষণে শর্ত কী? নোটিস জারি করে জানাল নবান্ন


গত শুক্রবার কাঁচরাপাড়ার কাউন্সিলরদের দলে ফিরিয়ে পুরসভা পুনর্দখল করে তৃণমূল। তৃণমূল নেতা তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ভয় দেখিয়ে দিল্লিতে নিয়ে গিয়ে তাদের দলবদল করিয়েছিল বিজেপি। পালটা বিজেপির দাবি, পুলিসকে ব্যবহার করে আসলে ভয় দেখাচ্ছে তৃণমূল।