রাজ্যে জেনারেলদের সংরক্ষণে শর্ত কী? নোটিস জারি করে জানাল নবান্ন

লোকসভা নির্বাচনের আগে সংসদে ১২৪তম সংবিধান সংশোধন করে 'উচ্চবর্ণ'-এর জন্য ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করে মোদী সরকার। ভোটে বিজেপির বিপুল জয়ের পর একই পথে হাঁটে রাজ্যের তৃণমূল সরকার। 

Updated By: Jul 15, 2019, 02:36 PM IST
রাজ্যে জেনারেলদের সংরক্ষণে শর্ত কী? নোটিস জারি করে জানাল নবান্ন

নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রের পথে হেঁটে জেনারেলদের জন্য সংরক্ষণে হাঁটলেও বেশি সাহসী হতে পারল না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন্দ্রে পথে হেঁটে আর্থিক আয়ের উর্দ্ধসীমা ৮ লক্ষ টাকাই রাখল তারা। সোমবার নবান্ন থেকে জারি এক নির্দেশিকায় রাজ্য সরকারি চাকরি ও শিক্ষায় জেনারেলদের জন্য সংরক্ষণের শর্ত নির্ধারিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কেন্দ্রের সঙ্গে মিলে যাচ্ছে রাজ্যের যাবতীয় শর্ত।

এদিনের নির্দেশিকায় জানানো হয়েছে, 

১. ৮ লক্ষ টাকা বা তার কম বার্ষিক আয়, এমন পরিবারের ছেলে বা মেয়েরা পাবেন এই সংরক্ষণের সুবিধা।

২. অবশ্যই পরিবারের মালিকানাধীন জমির পরিমান ৫ একরের বেশি হতে পারবে না। 

৩. তাছাড়া শহর বা শহরতলিতে ১,০০০ স্কোয়ারফিট বা তার থেকে বড় ফ্ল্যাট থাকলেও মিলবে না সংরক্ষণ। 

৪. ইতিমধ্যে যাঁরা SC, ST, OBC সংরক্ষণের আওতায় পড়েন তাঁরা পাবেন না এই সংরক্ষণের সুবিধা। 

সব ক'টি শর্ত পূরণ করলে তবেই মিলবে সংরক্ষণ। 

মনুয়াকাণ্ড: অনুপম সিংহ হত্যা মামলায় রায়দান স্থগিত বারাসত আদালতে, হতাশ পরিবার

লোকসভা নির্বাচনের আগে সংসদে ১২৪তম সংবিধান সংশোধন করে 'উচ্চবর্ণ'-এর জন্য ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করে মোদী সরকার। ভোটে বিজেপির বিপুল জয়ের পর একই পথে হাঁটে রাজ্যের তৃণমূল সরকার। বিধানসভায় মন্ত্রিসভার এক বৈঠকে রাজ্যেও সাধারণ শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্তে শিলমোহর দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। তবে রাজ্যের সংরক্ষণের শর্ত কী হবে তা নিয়ে ধোঁয়াশা ছিল। এদিন শর্ত প্রকাশের পর দেখা যায় অবিকল কেন্দ্রের পথেরই পথিক রাজ্যও। 

.