নিজস্ব প্রতিবেদন : আগামীকাল রাজ্য জুড়ে কালাদিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। জানালেন উত্তর ২৪ জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। প্রসঙ্গত, আগামিকালই নিহত তৃণমূল নেতা নির্মল কুণ্ডুর বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবেন নিহত দলীয় নেতার পরিবারের সঙ্গে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


নিমতায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সুপারি কিলারকে। ধৃতের নাম সুজয় দাস। উত্তরপাড়া থেকে অভিযুক্ত সুপারি কিলার সুজয় দাসকে গ্রেফতার করে পুলিস। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শাটার ও ৩ রাউন্ড কার্তুজ। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত বাইকটিও।


আরও পড়ুন, কালনায় চেনম্যানের তদন্তে সিআইডি, বৃহস্পতিবার ঘটনাস্থলে যাচ্ছে ৪ জনের দল


মুর্শিদাবাদ থেকে আনা হয়েছিল ভাড়াটে খুনি। মুর্শিদাবাদের বড়োঞাঁ থেকে ভাড়া করে আনা হয় শার্প শ্যুটার সুজয় দাসকে। ধৃত বিজেপি কর্মী সুমন কুণ্ডু-ই তৃণমূল নেতা নির্মল কুণ্ডুকে খুনের বরাত দেয় সুজয় দাসকে। এদিন জ্যোতিপ্রিয় মল্লিক ফের দাবি করেন, খুনের সঙ্গে বিজেপি-ই জড়িত। তাঁর স্পষ্ট বক্তব্য, খুনের ঘটনায় জড়িত কাউকে ছাড়া হবে না।