নিজস্ব প্রতিবেদন : ভোটের মুখে ফের তৃনমূল কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার উলুবেড়িয়ার রাজাপুর এলাকায়। নিহত গোবিন্দ প্রামাণিক  রাজাপুর থানা এলাকার কমলাচক এলাকার বাসিন্দা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জানা গেছে, পেশায় অটোচালক গোবিন্দ শনিবার রাতে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তার উপর ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর ঝাপিয়ে পড়ে স্থানীয় কয়েকজন দুষ্কৃতী। বেধড়ক মারধরের পর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিতসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


আরও পড়ুন, উত্তরে খুশি নয় কমিশন, দ্বিতীয়বার শোকজ করা হতে পারে বাবুলকে


পরিবারের  অভিযোগ, গোবিন্দ তৃনমূলকর্মী। রাজনৈতিক কারণে প্রায় সময়ই তাঁকে হুমকি দেওয়া হত। খুনের ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল উঠেছে। যদিও বিজেপি সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি,  তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই গোবিন্দ প্রামাণিক খুন হয়েছেন।