নিজস্ব প্রতিবেদন:  প্রথমে ভোজালি দিয়ে কোপ। মাটিতে পড়ে যাওয়ার পর ফের আরেক কোপ। এবারের কোপে ধড় থেকে আলাদা হয়ে গেল মুন্ডু। সেই কাটা মুন্ডু হাতে ঝুলিয়েই প্রকাশ্যে এলাকা ছাড়ল দুষ্কৃতীরা। ভরসন্ধ্যায় ভয়ঙ্কর ঘটনা মুর্শিদাবাদের বেলডাঙায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  মাধ্যমিকে প্রশ্নপত্রের উত্তর তৈরি করে দেওয়া হত ফার্স্ট বয়কে! অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে


মঙ্গলবার রাত ন’টা। বাড়ি থেকে বেরিয়ে সামনের ময়দানেই গিয়েছিলেন বেলডাঙার চৈতন্যপুরের বাসিন্দা ফজলুল রহমান। তিনি এলাকায় তৃণমূল সমর্থক নামেই পরিচিত। রাতে বাড়ি ফেরেননি। পরিবারের লোক খোঁজ নিলে এলাকা থেকেই ফজলুলের মুন্ডুহীন দেহ পড়ে থাকতে দেখেন। জামাকাপড় দেখেই ফজলুলকে শনাক্ত করেন তাঁরা।



আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে আচমকাই ফাটল বোমা!


পুলিস গিয়ে দেহটি উদ্ধার করে। তবে কাটা মুন্ডুটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। চার জনের বিরুদ্ধে বেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিস মনে করছে, পারিবারিক কোনও শক্রুতার জেরেই এই খুন।