মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে আচমকাই ফাটল বোমা!

এবারে বোমা ফাটার শব্দ স্কুলের ভিতর। স্কুলের বাথরুমের দিক থেকেই ভেসে আসে শব্দ। আতঙ্ক ছড়ায় পরীক্ষার্থীদের মধ্যেও। নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। খবর যায় উলুবেড়িয়া থানায়। পুলিস গিয়ে এলাকা থেকে ৫০টিরও বেশি চকলেট বোম উদ্ধার করে।

Updated By: Mar 20, 2018, 04:54 PM IST
 মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে আচমকাই ফাটল বোমা!

 নিজস্ব প্রতিবেদন: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আচমকাই পরীক্ষাকেন্দ্রের বাইরে বোমা বিস্ফোরণ। একবার নয়, পরপর দু’বার। আকস্মিকতার ঘোর কাটিয়ে ওঠার আগেই ফের বিস্ফোরণ। এবার স্কুলের বাথরুমের ভিতর থেকেই ভেসে আসে বিকট শব্দ। ঘটনাকে ঘিরে উলুবেড়িয়া লতিবপুর হাইস্কুলে চাঞ্চল্য।

আরও পড়ুন: লটারির নেশাতেই মাধ্যমিক পরীক্ষার্থী মেয়েকে খুন, বাদ গেলেন না স্ত্রীও!

ভিতরে পরীক্ষা দিচ্ছে সন্তানরা। জীবনের প্রথম বড় পরীক্ষা বলে কথা! বাইরে অধীর অপেক্ষায় অভিভাবকরা। স্কুলের ভিতর ‘পিন ড্রপ সাইলেন্স’। আচমকাই বিকট শব্দ, প্রথমে শুনতে পান অভিভাবকরাই কারণ বিস্ফোরণ প্রথমে বাইরে হয়। কারণ খোঁজার আগেই ফের আরেকবার সেই শব্দ। বোমা ফাটার শব্দে প্রথমটায় ভয় পেয়ে যান অভিভাবকরা। বড় কোনও কিছুর আশঙ্কা থেকেই হুড়োহুড়ি পড়ে যায় তাঁদের মধ্যে।

আরও পড়ুন: খাটে স্ত্রীর দেহ, মাথার পাশে স্বামীর গলার নলি কাটা শরীর

এবারে বোমা ফাটার শব্দ স্কুলের ভিতর। স্কুলের বাথরুমের দিক থেকেই ভেসে আসে শব্দ। আতঙ্ক ছড়ায় পরীক্ষার্থীদের মধ্যেও। নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। খবর যায় উলুবেড়িয়া থানায়। পুলিস গিয়ে এলাকা থেকে ৫০টিরও বেশি চকলেট বোম উদ্ধার করে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বৈঠক চলাকালীন আগুন, চাঞ্চল্য

অভিভাবকদের অভিযোগ, পরীক্ষার্থীদেরই একাংশ এই ঘটনার সঙ্গে যুক্ত। পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারি চলছে। তার জন্যই শিক্ষকদের চাপে রাখতে এই কাজ করে তারা। তদন্তে উলুবেড়িয়া থানার পুলিস।  

.