নিজস্ব প্রতিবেদন: তৃণমূল করার ‘অপরাধে’ ১০হাজার টাকার জরিমানা। তা না দেওয়ায় বাড়িতে ঢুকে দম্পতিকে মারধর। অভিযোগের তির বিজেপির দিক। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জের বক্সিরহাটে। আহত দম্পতি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 তুফানগঞ্জের বক্সিরহাটের বাসিন্দা প্রদীপ বর্মন এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী। অভিযোগ, বিজেপি কর্মীরা তাঁর কাছ থেকে কোনও কারণ ছাড়াই দশ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করেন প্রদীপ বর্মন। তাঁকে বেশ কয়েকবার শাসানোও হয়।


'জয় শ্রী রাম' না বললে মিলবে না মদ, দক্ষিণেশ্বরে সংঘর্ষে মাথা ফাটল কাউন্সিলরের ছেলের


অভিযোগ, বৃহস্পতিবার রাতে আচমকাই বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তাঁর বাড়িতে চড়াও হয়। বাড়িতে ঢুকে তাঁকে মারধর করে। স্বামীকে বাঁচাতে এসে আক্রান্ত হন প্রদীপ বর্মনের স্ত্রীও। আহত দম্পতি ভর্তি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি।


ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে এবিষয়ে এখনও পর্যন্ত স্থানীয় বিজেপি নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।