নিজস্ব প্রতিবেদন: পুরুলিয়ায় এক তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগ উঠল। পুরুলিয়ার বরাবাজারের ভাগাবাঁধ অঞ্চলের সোনাডুঙরি গ্রামের সন্তোষ মাহাতো নামে এক তৃনমূল কর্মীকে  অপহরণ র ঘটনায় ব্যপক চাঞ্চল্য পুরুলিয়ায়।  গ্রামে ঢোকার মুখে উদ্ধার হয়েছে সন্তোষের সাইকেল ভ্যান।  সেখানে পড়েছিল হাতে লেখা একটি পোষ্টার।  তাতে  লেখা ছিল ‘তৃণমূল করার পরিণাম’।  শেষে ‘জয় শ্রীরাম’ লেখাও ছিল। এই ঘটনার বিজেপির যোগ থাকতে পারে বলে অভিযোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সরকারি টাকায় দলের প্রচার, প্রশাসনিক সভা থেকে বিজেপিকে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রীর


বুধবার সন্তোষ মাহাত তার সাইকেল ভ্যান দোকানের সামনে রেখে পাশের গ্রামে গিয়েছিলেন। রাত হলেও বাড়ি ফেরেননি তিনি। পরিবারের তরফে সম্ভাব্য সব জায়গায় তাঁকে খোঁজা হয়।  বৃহস্পতিবার সকালে গ্রামের মোড়ে তাঁর সাইকেল ভ্যান পাওয়া যায়।  সেখান থেকেই উদ্ধার হয় হাতে লেখা পোস্টার। 


আরও পড়ুন, জমির মালিকানা পাবেন খাস জমিতে বসবাসকারী উদ্বাস্তুরা, ঘোষণা মমতার, কটাক্ষ দিলীপের


তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক দাবি করেন, “সন্তোষ মাহাতো আমাদের দলের কর্মী।  বিজেপি আশ্রীত দুস্কৃতিরা অপহরণ করেছে।  বরাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।  দোষীদের অবিলম্বে গ্রেফতার করা হোক।” বিজেপি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে।