নিজস্ব প্রতিবেদন: দলীয় কার্যালয় খুলতে গিয়ে বিজেপির সঙ্গে বচসা। আহত তৃণমূলের দুই কর্মী। সোমবার রাতে  ঘটনাটি  ঘটেছে বাঁকুড়া তালডাংরার বিবড়দা গ্রামে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিবড়দা গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয় বন্ধ ছিল। সোমবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন তৃণমূলের নেতাকর্মী কার্যালয় খুলতে যান। অভিযোগ, তখনই বিজেপির কর্মী সমর্থকরা বাধা দেন। দুপক্ষের বচসা গড়ায় হাতাহাতিতে। বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় আহত হন ২ তৃণমূল নেতা। তাঁদের শরীরের একাধিক জায়গায় চোট লাগে।


গয়না লুঠ করতে চলন্ত ব্রহ্মপুত্র মেল থেকে মহিলাকে অপহরণের অভিযোগ


স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে তালডাংরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যদিও ঘটনায় বিজেপির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, বিজেপির কর্মীরা নয়, সিপিএমের একাংশকে নিয়ে হামলা চালিয়েছে তৃণমূলেরই বিক্ষুব্ধ কর্মীরা।