Saayoni Ghosh: শোকে পাথর স্বজনহারা সায়নী...
Saayoni Ghosh: পৌষ সংক্রান্তির বিকেলে দুঃসংবাদ। মাতৃহারা হলেন তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষ। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সায়নীর মা সুদীপা ঘোষ। রবিবার অবস্থা সংকটজনক হওয়ায় ভর্তি করা হয়েছিল হাসপাতালে। তবে শেষরক্ষা হল না।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাতৃহারা যুব তৃণমূলের সভানেত্রী। সোমবার প্রয়াত হলেন সায়নী ঘোষের(Saayoni Ghosh) মা সুদীপা ঘোষ। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। রবিবার আচমকাই অবস্থায় অবনতি হলে তাঁকে তড়িঘড়ি ভর্তি করানো হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না।
বেশ অনেকদিন ধরেই শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন তিনি। রবিবার অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। এরপর ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। অবশেষে সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুদীপা ঘোষের। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ তিনি প্রয়াত হন। মায়ের মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন সায়নী।
তৃণমূলের মুখপাত্র ও চিকিৎসক-সাংসদ শান্তনু সেন জানান যে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সায়নীর মা সুদীপা ঘোষ। রবিবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় ও তিনি ভেন্টিলেশনে ছিলেন। জানা গিয়েছে, শ্বাসনালীতে সংক্রমণ হয়েছিল অভিনেত্রীর মায়ের। তৃণমূলসূত্রেই সোমবার জানানো হয় সায়নীর মাতৃবিয়োগের কথা। গত বছর পঞ্চায়েত ভোটের সময়ে মায়ের অসুস্থতার কারণে দলের হয়ে প্রচারের কর্মসূচি বাতিল করেছিলেন তিনি। তবে মায়ের অসুস্থতা নিয়ে বিশেষ কথা বলতে শোনা যায়নি সায়নীকে।
আরও পড়ুন- Fighter Trailer: ফাইটারে জমজমাট হৃতিক-দীপিকার রসায়ন, দেখে রণবীর বললেন...
সামনেই লোকসভা ভোট। এবছর জানুয়ারির শুরুতেও পূর্ব বর্ধমানে তৃণমূলের একটি সভায় যোগ দিয়েছিলেন সায়নী। গত সপ্তাহে সুন্দরবন মেদিনীপুর, বীরভূম, উত্তর ২৪ পরগনাতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন সায়নী। শুক্রবারও গিয়েছিলেন হাওড়ায়। কিন্তু শনিবার কোনও সভামঞ্চে তিনি যোগ দেননি। সম্ভবত সেদিন থেকেই তাঁর মায়ের অসুস্থতা বাড়তে শুরু করেছিল। অবশেষে সোমবার মাকে হারালেন সায়নী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)