নিজস্ব প্রতিবেদন: দলনেত্রীর নির্দেশে গঠিত হল তৃণমূল ছাত্র পরিষদের পরামর্শদাতা কমিটি। গত ২৮ অগাস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সংগঠনের প্রাক্তন সভাপতিদের নিয়ে  মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কমিটি শনিবার বৈঠকে বসে। সেই বৈঠকে তৈরি হয়েছে ১০ সদস্যের পরামর্শদাতা কমিটি। দলের তাবড় নেতা সেই কমিটিতে থাকলেও আহ্বায়ক রইলেন সেই জয়াই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তৃণমূল ছাত্র পরিষদে জয়া দত্তর ভাগ্য নিয়ে গত কয়েক মাস ধরে দলের অন্দরেই জল্পনা চলছে। কলেজ ভর্তিতে তোলাবাজির অভিযোগে অতিষ্ঠ হয়ে তৃণমূল ছাত্র পরিষদের চেয়ারপার্সনের পদ থেকে জয়াকে সরিয়ে দিয়েছিলেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকে নিজেই দলের ছাত্র পরিষদের রাশ হাতে রেখেছেন মমতা। ওদিকে পরবর্তী সভাপতির নাম নিয়েও শুরু হয় জল্পনা। তার মধ্যেই জানা যায়, অভিষেকের সঙ্গে সুসম্পর্কের জেরে পদ ফিরে পেতে পারেন জয়া। এদিনের ঘটনাক্রম সেদিকেই ইঙ্গিত করল। 


এদিন গঠিত ১০ জনের পরামর্শদাতা কমিটির চেয়ারম্যান হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সহ-সভাপতি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া কমিটিতে রয়েছেন সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়, তাপস রায়।  তৃণমূল ছাত্র পরিষদের নতুন রাজ্য কমিটি গঠনের দায় বর্তেছে এই কমিটির ওপর। ১ সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে এই কমিটি। 


জামাইবাবুর সঙ্গে সম্পর্কে অন্তঃসত্ত্বা, গর্ভপাত করাতে গিয়ে মৃত্যু হল কিশোরীর


এদিনের বৈঠকে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের উদ্দেশে কড়া বার্তা দেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, টাকা দিয়ে নয়, ফুল দিয়ে স্বাগত জানাতে হবে ছাত্রছাত্রীদের। একই সঙ্গে ছাত্রদের ছাত্রসুলভ আচরণ করার পরামর্শ করার নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। সঙ্গে বার্তা দিয়েছেন, সরতে হবে তৃণমূল ছাত্র পরিষদে প্রবীণদের।