ই গোপী: হাতে 'গেন ওয়েল সুন' লেখা পোস্টার, আর মুখে 'চোর চোর' স্লোগান! খড়গপুরে শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে এবার থালা বাজিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিশুপুত্র নিয়ে 'আপত্তিকর' টুইট। বিপাকে শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শোকজ করেছে শিশু সুরক্ষা কমিশন। 'কেন এমন মন্তব্য করেছেন, যাতে ৩ বছরের শিশুর অধিকার গর্ব?, জানতে চেয়েছে কমিশন। এমনকী, শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে বেলেঘাটা থানায়।



তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, 'জন্মদিন নয়, পাঁচতারা হোটেলে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের অনুষ্ঠান ছিল। শুভেন্দুর মানসিক বিকৃত ঘটেছে। অভিষেক ফোবিয়া ভুগছেন'! রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নন্দীগ্রামের বিধায়ককে গেন ওয়েল সুন' লেখা কার্ড পাঠাচ্ছেন দলের ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীরা। শুধু তাই নয়, যাঁরা বেনামে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, তাঁদের নাকি অশালীন ভাষায় পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু! হোয়াটস অ্যাপের স্ক্রিনশট টুইট করেছেন যুব তৃণমূল নেতা সুদীপ রাহা।  


 



আরও পড়ুন: মানসিক চাপে ব্রেন স্ট্রোক! মৃত্যু ২০১৪-র টেট চাকরিপ্রার্থীর


এদিন খড়গপুরের কাছে খেমাশুলিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি অনুষ্ঠানে যোগ দিতে যান শুভেন্দু অধিকারী। খড়়গপুরের চৌরঙ্গী এলাকায় দিয়ে যখন তাঁর কনভয় যাচ্ছিল, তখন জাতীয় সড়কে দু'ধারে দাঁড়িয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। কেন? হাতে  'গেন ওয়েল সুন' লেখা পোস্টার নিয়ে শুভেন্দুর কনভয় লক্ষ্য করে 'চোর চোর' স্লোগান দেন তাঁরা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)