নিজস্ব প্রতিবেদন: সরকারি প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদের জের? এক বৃদ্ধকে নির্মীয়মাণ রাস্তায় ফেলে 'বেধড়ক মারধর'। সঙ্গে আশ্রাব্য গালিগালাজ! অভিযুক্ত খোদ শাসকদলের (TMC) পঞ্চায়েত প্রধান। ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নিন্দার ঝড় উঠেছে মালদহের (Malda) হরিশ্চন্দ্রপুরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, অভিযুক্তের নাম মোবারক হোসেন। হরিশ্চন্দ্রপুরের তৃণমূল পরিচালিত দৌলতপুর পঞ্চায়েতের প্রধান তিনি। কেন এলাকার এক বৃদ্ধকে মারধর করছেন? স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রামের একটি রাস্তা তৈরির বরাত পেয়েছেন ভাই ও ভাইপো। তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় প্রধান নিজেই আসরে নেমেছেন। ভিডিয়ো-তে দেখা যাচ্ছে, গ্রামবাসীদের দিকেও কাঠের বাটাম নিয়ে তেড়ে যাচ্ছেন তিনি!


 



এই ভিডিয়োটি এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। তৃণমূলের পঞ্চায়েত প্রধান মোবারক হোসেনের আচরণে ক্ষুদ্ধ সকলেই। তাঁদের প্রশ্ন, প্রধান নিজে কেন আইন হাতে তুলে দিলেন? বিজেপির দাবি, রাজ্যে কাটমানির সরকার চলছে। স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করেছিলেন। প্রধান তাঁদের মারধর করেছেন, শাসিয়েছেন। যদিও অভিযুক্তের দাবি, মেরে তাঁর ভাইপোর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সেকারণে বাটাম হাতে তাড়া করে গ্রামবাসীদের সরিয়ে দিচ্ছিলেন।