নিজস্ব প্রতিবেদন: বিভিন্ন সরকারি প্রকল্পে 'দুর্নীতি'। নন্দীগ্রামে (Nandigram) গ্রেফতার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান । তাঁর বিরুদ্ধে জামিন অযোধ্য ধারায় মামলা রুজু করল পুলিস। প্রতিবাদে পঞ্চায়েতের সামনে পথ অবরোধ করলেন প্রধানের অনুগামীরা। বিক্ষোভ চলল থানার সামনেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, ধৃতের নাম শেখ সামসুল ইসলাম। নন্দীগ্রাম ১ ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি। প্রধানের বিরুদ্ধে বিডিও-র (BDO) কাছে নালিশ করেছিলেন ওই পঞ্চায়েতেরই ৩ সদস্য। কেন? অভিযোগ, এলাকায় সরকারি গাছ কেটে টাকা আত্মসাৎ, সাবমার্সিবিল পাম্প না বসিয়েই কাজ শেষ হওয়ার বোর্ড ঝুলিয়ে দেওয়া-সহ বিভিন্ন বেআইনি কাজ করছেন প্রধান। পঞ্চায়েতে দুর্নীতি চলছে।


আরও পড়ুন:  Jhargram: দিনেদুপুরে বাইক আরোহী যুবককে গুলি, মাওবাদী আতঙ্ক ছড়াল ঝাড়গ্রামে


বিডিও তদন্ত করতেই দুর্নীতির বিষয়টি সামনে আসে। কেন এমন পরিস্থিতি? কোনও সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত পঞ্চায়েত প্রধান। নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিডিও। গতকাল শুক্রবার রাতে গ্রেফতার করা হয় সামসুল ইসলাম। এদিন দাউদপুর পঞ্চায়েতের প্রধানকে গ্রেফতারের প্রতিবাদে পথে নামেন তাঁর অনুগামী। পঞ্চায়েত সামনে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়।  থানার সামনেও বিক্ষোভ দেখান তাঁরা।


আরও পড়ুন: Katwa: রক্তশূন্য ব্লাড ব্যাঙ্ক, সাড়ে তিন বছরের থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্ত দিলেন সুপার


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)