নিজস্ব প্রতিনিধি: লক্ষ্য গঙ্গা দূষণ রোধ। চারবন্ধু মিলে বেড়িয়ে পড়েছেন গঙ্গা পথে। ভরসা হোগলা পাতার নৌকা। আড়াইশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওঁরা এখন হাওড়া ঘাটে। পথের নানা অভিজ্ঞতা শুনিয়ে আম জনতাকে সচেতন করাই টার্গেট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কখনও উজানের টানে ভেসে যাওয়া..ভাটায় থমকে দাঁড়ানো।এভাবেই কেটেছে ১২টা দিন। ১৩ আঁটি হোগলা পাতার নৌকা চেপে বেরিয়ে পড়েছিলেন ওঁরা।  সূদূর মুর্শিদাবাদ থেকে লক্ষ্য হাওড়া ঘাট।


মানুষকে সচেতন করতে চারবন্ধু  বেরিয়ে পড়েছেন। বাহন হোগলা পাতার নৌকা। গঙ্গার প্রতিবাঁকে নতুন নতুন অভিজ্ঞতা। কখনও মৃত্যুর হাতছানি। চোখের সামনে দেখেছেন কীভাবে তিলে তিলে দূষিত হচ্ছে গঙ্গা। দীর্ঘপথের অভিজ্ঞতা জড়ো করেছেন ঝুলিতে। সেইসব দিয়ে ওরা সাহায্য করতে চান প্রশাসনকে।