নিজস্ব প্রতিবেদন: ধূপগুড়ির সিপিএম পার্টি অফিসে হামলার ঘটনায় বেকসুর খালাস পেলেন কেএলও নেতা টম অধিকারী-সমেত ৩৩ জন অভিযুক্ত। তথ্যপ্রমাণের অভাবে শুক্রবার তাঁদের বেকসুর খালাস করেছেন জলপাইগুড়ি জেলা বিচারক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০২ সালের ১৭ অগাস্ট সন্ধ্যায় ধূপগুড়িতে সিপিএমের পার্টি অফিসে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় ৫ জন সিপিএম নেতা কর্মীর। আহত হন ১৩ জন। মৃতদের মধ্যে ছিলেন দলের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য গোপাল চাকি। ঘটনায় তত্কালীন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের নেতা টম অধিকারী-সহ ৩৩ জনের বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়। 


আরও পড়ুন - যৌনাঙ্গে আঙুল ঢুকিয়ে নির্যাতন, দেখানো হয় পর্ন, জানাল জিডি বিড়লার নির্যাতিতা শিশু


ঘটনার পর গা - ঢাকা দেয় টম-সহ সিপিএমের শীর্ষ নেতৃত্ব। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ভুটানে সেনা তল্লাশিতে ধরা পড়ে টম। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পায় সে।