নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের ২১ জুলাই এবার ভার্চুয়াল। বিধানসভা ভোটের আগে দলকে ঘুরে দাঁড়ানোর ডাক দেবেন নেত্রী। সোশ্যাল মিডিয়ায় তা মানুষের কাছে পৌঁছে দেবে তৃণমূল। পাশাপাশি কাল পাড়ায়-পাড়ায় থাকছে লাউড স্পিকার, জায়ান্ট স্ক্রিন। করোনা পরিস্থিতে ধর্মতলার ভিড় নয়। নেতাদের নজরে এবার ভিউ, লাইক আর শেয়ার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রতিবার সপ্তাহখানেক আগে থেকেই শুরু হয় চূড়ান্ত প্রস্তুতি। দূরের জেলার কর্মী-সমর্থকদের জন্য কলকাতায় ক্যাম্প। আগের দিন সন্ধেয় মঞ্চ দেখতে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের সকালে ধর্মতলা-মুখী লাখো মানুষের মিছিল। আর তৃণমূল নেত্রীর ভাষণের সময় নেতাদের হিসাব কষা, ভিড় আগের বারের চেয়ে এবার বেশি হল কিনা। তবে পরিচিত এই ছবিগুলো এবার আর দেখা যাবে না। 


আরও পড়ুন: এক ঝাঁক চিকিত্সক-নার্স করোনা পজেটিভ, পরিষেবা আপাতত বন্ধ রাজ্যের বড় দুই হাসপাতালের


করোনার জন্য এবার তৃণমূলের ২১ জুলাই পুরোপুরি ভার্চুয়াল। মঙ্গলবার দুপুর ২টোয় বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ওয়েবসাইট, বিভিন্ন ফেসবুক পেজ ইউটিউব-সহ সোশ্যাল মিডিয়ায় তা প্রচারিত হবে।  


ফলে, এবার ধর্মতলার ভিড়োমিটারের দিকে নয়। তৃণমূল নেতাদের নজর নেট দুনিয়ায় কত ভিউ, লাইক হল সেদিকেই। তাঁদের আশা ভার্চুয়াল সভায় শ্রোতা সংখ্যা আগের সব ভিড়ের রেকর্ড ছাপিয়ে যাবে। দুপুর ২টোয় তৃণমূল নেত্রীর ভাষণের আগে, শারীরিক দূরত্ব-বিধি মেনে বেলা ১টা থেকে বুথে বুথে হবে শহিদ স্মরণ। ধর্মতলাতেও হবে শহিদ স্মরণ। মহিলা তৃণমূল কংগ্রেস বুথে বুথে ১৩টি গাছ লাগাবে।


সোশ্যাল মিডিয়ার পাশাপাশি নানা জায়গায় জায়ান্ট স্ক্রিন, পাড়ায় পাড়ায় লাউডস্পিকারে মমতার ভাষণ শোনানোর ব্যবস্থা করেছে তৃণমূল। একদিকে করোনা-আমপানের ক্ষত। অন্যদিকে, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। কঠিন সময়ে, একাধিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে ভোটের আগে তৃণমূলের শেষ ২১শে জুলাই। 


আরও পড়ুন: করোনামুক্ত হয়ে ফেরা রোগীকে পাড়ায় ঢুকতে বাধা, দুই পাড়ার বিবাদ সামলাতে লাঠিচার্জ পুলিসের


কী বলবেন মুখ্যমন্ত্রী? রাজনৈতিক মহল মনে করছে...


বিধানসভা ভোটে দিকে তাকিয়ে দলকে ঘুরে দাঁড়ানোর ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।  


বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের রাস্তা ঠিক কী হবে, তা নেতাকর্মীদের বুঝিয়ে দেবেন তিনি। 


করোনা ও আমপান মোকাবিলায় রাজ্য সরকার কী করেছে মানুষের মধ্যে তা প্রচারের জন্য দলকে বলবেন নেত্রী। 


আমপানের পর ত্রাণ-পুনর্বাসনে অনিয়মে অভিযোগ ওঠা নিয়েও কড়া বার্তা দিতে পারেন মমতা। 


২১শের ভার্চুয়াল সভা থেকে কার্যত বিধানসভা ভোটের প্রচারে চলে যাচ্ছে তৃণমূল। অন্য বারের মতো এবারের সভাতেও কিছু চমক থাকতে পারে বলে সূত্রের খবর।