নিজস্ব প্রতিবেদন: ইউনিয়নের চাপে টোটো চালাতে না পেরে আত্মঘাতী হলেন টোটো চালক। মৃত টোটো চালক সামবাবু সিংয়ের পরিবারের এই অভিযোগে উত্তেজিত জনতা উত্তরপুরের মাখলায় রাস্তা অবরোধ করে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি টোটোতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ঘন কুয়াশায় মুখ ঢাকল কলকাতা সহ দক্ষিণবঙ্গ, দেরিতে চলছে বেশ কিছু ট্রেন


জানা গিয়েছে, সামবাবু উত্তরপাড়ার মাখালায় টোটো চালাতেন। তাঁর পরিবারের অভিযোগ, স্থানীয় টোটো ইউনিয়নের সদস্যরা গত কয়েকদিন ধরে তাঁকে টোটো চালাতে বাধা দিচ্ছিলেন। গতকাল টোটো নিয়ে বার হলে তাঁকে মারধর করা হয়। পরিবারের অভিযোগ, এই ঘটনার জেরেই আত্মহত্যা করেছেন সামবাবু। বিকেলে বাড়ির দরজা ভেঙে সামবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। লোন নিয়ে টোটো কিনেছিলেন সামবাবু। টোটো চালাতে না পারলে লোন করা সম্ভব নয়, অভিযোগ এই উদ্বেগ থেকেই আত্মহত্যা।


আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা গাড়ির, আহত ৫