ঘন কুয়াশায় মুখ ঢাকল কলকাতা সহ দক্ষিণবঙ্গ, দেরিতে চলছে বেশ কিছু ট্রেন

প্রবল কুয়াশার কারণে বেশ কিছু ট্রেন দেরিতে চলছে।

Updated By: Feb 19, 2018, 09:15 AM IST
ঘন কুয়াশায় মুখ ঢাকল কলকাতা সহ দক্ষিণবঙ্গ, দেরিতে চলছে বেশ কিছু ট্রেন

নিজস্ব প্রতিবেদন: ঘন কুয়াশায় মুখ ঢাকল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। ভোরের আলো ফুটতে না ফুটতেই সাদা চাদরে মোড়া শহর থেকে মফস্স্বল। এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না, কুয়াশার মাত্রা এতটাই বেশি। কিন্তু কেন এই কুয়াশা? জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরেই এই কুয়াশা দেখা দিয়েছে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় বিভ্রাট। সাম্প্রতিক অতীতে কলকাতায় এত ঘন কুয়াশা দেখা যায়নি। কুয়াশার জেরে দৃশ্যমানতা নেই বললেই চলে।

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা গাড়ির, আহত ৫

প্রবল কুয়াশার কারণে বেশ কিছু ট্রেন দেরিতে চলছে। কোন কোন ট্রেন দেরিতে চলছে দেখে নিন-

আনন্দবিহার হাওড়া যুবা এক্সপ্রেস, হাওড়া রাজধানী, যোধপুর হাওড়া, কালকা, মুম্বই মেল, জালিওয়ানাবাগ, গরবা এক্সপ্রেস, আজমির শিয়ালদা, তুফান, দুন।

আরও পড়ুন : কৃত্রিম আলোয় আলোকিত হবে রাতের ভিক্টোরিয়া মেমোরিয়াল

.