নিজস্ব প্রতিবেদন : বড়সড় বাস দুর্ঘটনা ঘটল মালদায়। জাতীয় সড়কের উপর উল্টে গেল পর্যটকবোঝাই বাস। দুর্ঘটনার জেরে জখম হয়েছেন ওই বাসের ৫০ জন যাত্রী। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাঁরা প্রত্যেকেই মালদা মেডিক্যালে চিকিত্সাধীন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, রক্ত পরীক্ষা করাতে গিয়ে ডাক্তারে হাতে প্রহৃত রোগিনী!


জানা গেছে, আসানসোল থেকে শিলিগুড়ি যাচ্ছিল বাসটি। বাসে ছিলেন ৫০ জন পর্যটক। ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর কমলাবাড়ি এলাকায় উল্টোদিক থেকে আসা একটি ট্রেলরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। সংঘর্ষের পরই বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উপর একটি বিদ্যুত্ ট্রান্সফর্মারের খুঁটিতে ধাক্কা মারে। তারপরই উল্টে যায় পর্যটকবোঝাই বাসটি।


আরও পড়ুন, সিকিমে খাদে উল্টে গেল গাড়ি, দুর্ঘটনার কবলে কাঁকিনাড়ার একদল পর্যটক


দুর্ঘটনার খবর পাওয়া পরই ঘটনাস্থলে আসে ইংরেজবাজার থানার পুলিস। দুর্ঘটনাগ্রস্ত বাসটি থেকে আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে যানজট দেখা দেয় ৩৪ নম্বর জাতীয় সড়কে। সেইসঙ্গে এলাকায় বিদ্যুত্ বিভ্রাটও ঘটে।