নিজস্ব প্রতিবেদন: বারংবার প্রচারের পরও নড়ছে না টনক। সচেতনতার অভাবেই বেড়ে চলেছে একের পর এক দুর্ঘটনা। ফের এই একই কারণে মৃত্যু হল আরও এক ব্যক্তির। কানে হেডফোন লাগিয়ে ট্রেন লাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ঠিকাদার শ্রমিক। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার নিশ্চিতপুর ১১ নম্বর রেল গেটের কাছেই ট্রেন ধাক্কা মারে তাঁকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


পুলিস সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম সকুল শেখ (৩৪)। মুর্শিদাবাদের সাগরদীঘা থানার অন্তর্গত বেলায় পাড়ার বাসিন্দা সকুল পেশায় রাজমিস্ত্রি। মহেশতলা নিশ্চিতপুরে শেখ মুস্তাকের কাছে কাজ করতেন ওই ব্যক্তি। আজ সকালে কাজে যাওয়ার পথেই কানে হেড ফোন দিয়ে রেললাইন পারাপারের সময় এই ঘটে বিপত্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।


আরও পড়ুন: Facebook পোস্টের সূত্র ধরে অভিযানে ৯০টি কচ্ছপ উদ্ধার করল বনদফতর, গ্রেফতার ১


জিআরপি সূত্রে খবর, সকুলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিয়ালদহে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে পুলিস।