নিজস্ব প্রতিবেদন: উত্তর ও পূর্ব ভারতে ঘন কুয়াশার জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। হাওড়া ও শিয়ালদহমুখী ট্রেনগুলি বিপুল দেরিতে চলছে শুক্রবার জানানো হয়েছে পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের তরফে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেল সূত্রের খবর, রাজধানী এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, কালকা মেল, সরাইঘাট এক্সপ্রেস, যোধপুর এক্সপ্রেস, চম্বল এক্সপ্রেস সহ সব ট্রেনই ট্রেনই গড়ে প্রায় পনেরো ঘণ্টা দেরিতে চলছে। 


আরও পড়ুন - দশের নীচে নামল পারদ, প্রবল ঠান্ডায় জবুথবু বাংলা


শিয়ালদহমুখী নয়া দিল্লি দুরন্ত এক্সপ্রেস ১২ ঘণ্টা দেরিতে চলছে। হাওড়ামুখী রাজধানী এক্সপ্রেস ১২ ঘণ্টা দেরিতে চলছে। হাওড়ামুখী পূর্বা এক্সপ্রেস ১০ ঘণ্টা দেরিতে চলছে। হাওড়ামুখী যোধপুর এক্সপ্রেস ২০ ঘণ্টা দেরিতে চলছে।  হাওড়ামুখী কালকা মেল ১৮ ঘণ্টা দেরিতে চলছে। হাওড়ামুখী বম্বে মেল ১১ ঘণ্টা দেরিতে চলছে। হাওড়ামুখী বিভূতি এক্সপ্রেস সাড়ে ৪ ঘণ্টা দেরিতে চলছে। হাওড়ামুখী দুন এক্সপ্রেস ৯ ঘণ্টা দেরিতে চলছে। ডাউন ট্রেন দেরিতে চলায় শিয়ালদহ ও হাওড়ায় বেশ কয়েকটি  ট্রেনের  সময়সূচির পরিবর্তন হয়েছে। হাওড়া-নিউদিল্লি রাজধানী এক্সপ্রেস  ছাড়বে বিকেল ৪.৫৫ মিনিটের পরিবর্তে রাত ৯.১০ মিনিটে ছাড়বে।