১২ বগির দাবি, কদম্বগাছিতে রেল অবরোধ মহিলা যাত্রীদের
দাবি ছিল দীর্ঘদিনের। মঙ্গলবার অফিস টাইমে ফের রেল অবরোধ করে বিক্ষোভ দেখান শিয়ালদা-বনগাঁ শাখার মহিলা যাত্রীরা।
নিজস্ব প্রতিবেদন: ৯ বগির নয়, ১২ বগির ট্রেন চাই... এই দাবিতে রেল অবরোধ করে বিক্ষোভ করলেন মহিলা যাত্রীরা। কদম্বগাছিতে রেল অবরোধ করেন তাঁরা। এর জেরে শিয়ালদা-বনগাঁ শাখার ট্রেন চলাচল বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয়।
দাবি ছিল দীর্ঘদিনের। মঙ্গলবার অফিস টাইমে ফের রেল অবরোধ করে বিক্ষোভ দেখান শিয়ালদা-বনগাঁ শাখার মহিলা যাত্রীরা। কদম্বগাছি স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।
আরও পড়ুন: ‘পুলিস অফিসারকে বাঁচানো আদৌ লক্ষ্য নয় মমতার, বরং স্বার্থ নিজের’
এর ফলে আপ ও ডাউন লাইনে একাধিক ট্রেন দাঁড়িয়ে যায়। শিয়ালদা বনগাঁ শাখার ট্রেন চলাচল বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয়। পরে রেল কর্মীরা গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। সকাল ৮.২০ মিনিটে অবরোধ উঠে যায়।