ওয়েব ডেস্ক: শিলিগুড়ির কাছে নিউ জলপাইগুড়ি। আর অনেকটা নীচে মালদা টাউন। মেরে কেটে সাড়ে ৫ ঘণ্টার রেলদূরত্ব। কিন্তু, প্রকৃতির রোষে এখন তাই দুর্লঙ্ঘ্য ব্যবধান। দুই স্টেশনেই আটকা পড়ল বেশ কয়েকটি ট্রেন। হয়রান হাজার হাজার যাত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তরের ট্রেন দক্ষিণে আসছে না। দক্ষিণের ট্রেন উত্তরে যাচ্ছে না। স্টেশনে স্টেশনে ধরা পড়ল যাত্রী হয়রানি। সন্ধের পদাতিক এক্সপ্রেস পৌছল ভোরবেলা। সেই থেকে ঠায় দাঁড়িয়ে। অপেক্ষা করতে করতে একসময় যাত্রীরা জানলেন ট্রেন বাতিল। আর এগোনোর উপায় নেই। মালদা টাউনেই দাঁড়িয়ে পড়ল কাঞ্চনকন্যা। পাশের প্ল্যাটফর্মে ঠায় দাঁড়িয়ে আরও একটি উত্তরমুখী ট্রেন। উত্তরবঙ্গ এক্সপ্রেস।


প্রকৃতির ওপর অভিমান করা যায় না। দুই স্টেশনের অসহায় যাত্রীরাও মেনে নিয়েছেন এই তথ্য। মালদা টাউনে আটক ফিরছেন কলকাতায়। শিলিগুড়ির যাত্রীরাও যাত্রা স্থগিত রাখছেন। যাঁদের নিতান্তই দরকার, তাঁরা বিমানের টিকিট খুঁজছেন। 


প্রাকৃতিক বিপর্যয়ে থমকে গেছে ট্রেন, অসুস্থ দাদাকে নিয়ে মহা সমস্যায় পড়েছেন ভাই