রাজনৈতিক সংঘর্ষে ধুন্ধুমার আরামবাগ, গুরুতর জঘম ৩
অভিযোগ এই দুই জায়গাতেই বিজেপি করার অপরাধে বিজেপির কর্মীদের বেধরক মারধর করে তৃণমূলের কর্মী সমর্থকেরা
নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী হিংসা অব্যাহত। রাজনৈতিক সংঘর্ষে এবার উত্তপ্ত আরামবাগ এবং গোঘাট। অভিযোগ এই দুই জায়গাতেই বিজেপি করার অপরাধে বিজেপির কর্মীদের বেধরক মারধর করে তৃণমূলের কর্মী সমর্থকেরা। ঘটনাটি ঘটেছে গোঘাটের নকুন্ডা ও আরামবাগের মলয়পুরের ঘর গোয়াল এলাকায়।
আরও পড়ুন: উত্তপ্ত খেজুরিতে বিজেপিনেতার বাইক মিছিল, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান
ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের মোট তিন জন। তাদের প্রত্যেক কে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ তৃণমূল করর কারণে তৃণমূল কর্মীদের বেধরক মারধর করা হয়। অভিযোগ মারধরের পাশাপাশি তৃণমূল কর্মীর একটি বাইকও ভেঙে গুড়িয়ে দিয়েছে বিজেপির লোকেরা।
তবে ঘটনায় কউ দায় স্বীকার করেনি। দু তরফ থেকেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।