মধ্যরাতে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের স্থানীয় কাউন্সিলার রুপা দত্ত।
নিজস্ব প্রতিবেদন: রাত পোহালেই শেষ দফার ভোট। রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তি অব্যাহত। ফের বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার উকিলপাড়ায়। বিজেপি কর্মী চন্দন মন্ডলের অভিযোগ শুক্রবার রাতে বাইকে করে একদল দুষ্কৃতি এসে ইট-পাথর ছুঁড়ে চন্দন বাবুর বাড়ির দরজা জানলার কাঁচ ভেঙে দেয় ৷ চলতে থাকে অশ্রাব্য় ভাষার গালিগালাজও।
আরও পড়ুন: ভোটের আগে ফের রক্তাক্ত ক্যানিং; বিজেপি-তৃণমূল সংঘর্ষ কুলতলিতেও, আহত ৪
ঘটনায় ইতিমধ্যে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের স্থানীয় কাউন্সিলার রুপা দত্ত। বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলেই মনে করছেন তিনি।