নিজস্ব প্রতিবেদন: রাজ্য জুড়ে রাজনৈতিক অশান্তি অব্যাহত। ফের বিজেপি-তৃণমূল সংঘর্ষে এবার উত্তপ্ত পিংলা। সোমবার বিজেপির পার্টি অফিস ভাঙচুড়ের অভিযোগ ওঠে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পিংলার মালিগ্রাম অঞ্চলে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: কাটমানি নিয়ে দিদির সঙ্গে সরাসরি কথা বলতে পারবে মানুষ, 'দিদিকে বলো' নিয়ে কটাক্ষ জয়প্রকাশের


এক বিজেপি কর্মী মুসকারা বিবির অভিযোগ গতকাল সন্ধে নাগাদ তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতি বিজেপি পার্টি অফিসে ঢুকে পড়ে এবং ব্যাপক ভাঙচুড় চালায়। এমনকী বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে। গেরুয়া বাহিনীর অভিযোগ, এদিন ঘটনাস্থলে পুলিস উপস্থিত থাকা সত্ত্বেও নিরপেক্ষ ভূমিকা পালন করেননি তাঁরা। তাঁদের সামনেই কার্যত দাপিয়ে বেড়ায় ওই দুষ্কৃতিরা। বিজেপির আরও অভিযোগ ঘটনায় বিজেপির এক সমর্থককেই গ্রেফতার করেছে পুলিস।


যদিও এ দিনের ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার করে পিংলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সবেরতি বলেন, আমাদের কর্মীরা কাউকেই মারধর করেনি। এলাকায় বিজেপি সন্ত্রাস চালাচ্ছে। বিজেপি কর্মীরাই আমাদের একজন কর্মী ও ছাত্রকে মারধর করেছে।