নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত সল্টলেকের দত্তাবাদ। বিজেপির বিধাননগর দক্ষিণ মন্ডলের মহিলা মোর্চার প্রেসিডেন্ট সুমিত্রা আদিত্যকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সূত্রের খবর, আজ সকালে সুমিত্রা আদিত্য তার আত্মীয়ের বাড়িতে যায়, সঙ্গে তার স্বামীও ছিলেন। এদিন সেখানে পৌঁছানো মাত্রই প্রকাশ্যে তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: হুগলি বিজেপির কর্মীকে লক্ষ করে গুলি, অভিযোগের তীর তৃণমূলের দিকে


খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে তাঁদের। অন্যদিকে ৩৮ নাম্বার ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তের পাল্টা দাবি সম্পূর্ণ মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে তাঁদের নামে। আহত সুমিত্রা আদিত্য আরও জানিয়েছে ভোটের দিনও তাঁর স্বামীর ওপর হামলা করা হয়েছে। পার্টি অফিস দখলের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। সব মিলিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। দুতরফের থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।