তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বাসন্তী, আগুনে পুড়ল তৃণমূল কর্মীর গোটা বাড়ি
এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, বাসন্তী থানার খড়ি মাচান এলাকায়।
নিজস্ব প্রতিবেদন: আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী। মাদার তৃণমূল ও যুব তৃণমূলে সংঘর্ষে উত্তপ্ত এলাকা। এক মাদার তৃণমূল কর্মী ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল যুব তৃণমূলের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, বাসন্তী থানার খড়ি মাচান এলাকায়। গতকালের ঘটনার যুব তৃণমূল কর্মী অটো ও টোটো পুড়িয়ে দেওয়ার পর আবারও উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তী। যুব তৃণমূল ও মাদার তৃণমূলের সংঘর্ষ এলাকায় মুড়ি-মুড়কি মত বোমাবাজি হয়।
আরও পড়ুন: JU, CU-র পর এই প্রথম কোনও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে 'নির্বিঘ্নে' সভাপতিত্ব করলেন রাজ্যপাল
আর এই ঘটনার জেরে, ওই এলাকার এক মাদার তৃণমূল কর্মী ইজারুল গায়েনের ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল যুব তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আগুনে ভস্মীভূত গোটা বাড়ি। এলাকা উত্তপ্ত থাকায় ঘটনাস্থলে আসে বাসন্তী থানার বিশাল পুলিশবাহিনী। আগুনে বশীভূত হয়ে যায় বাড়ি। এর ফলে আশ্রয়হীন হয়ে পড়ে গোটা পরিবার। এলাকা উত্তপ্ত থাকায় পুরুষ শূন্য গোটা গ্রাম।