নিজস্ব সংবাদদাতা: ভোটের মুখে আবারও উত্তপ্ত ভাঙরের হাতিশালা বাজার এলাকা। ইলেকট্রিক পোস্ট বসানোকে কেন্দ্র করে নিয়ে তৃনমুল দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাঁধে। অভিযোগ বচসা থেকেই বোমাবাজি শুরু হয়। চলে বেধড়ক মারধরও। স্থানীয় সূত্রে খবর বেশ কিছুদিন ধরেই ইলেকট্রিক পোস্ট বসানো নিয়ে চাপা উত্তেজনা চলছিল এলাকায়। শনিবার সেই পোস্ট বসাতে গেলেই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চরমে পৌঁছায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: খুন! দোষীদের 'চিনিয়ে দিলেন' যোধপুর পার্কের নিহত বৃদ্ধাই


অভিযোগ এদিন সকালে ভাঙরের আই এন টি টি ইউ সি এর সভাপতি জুলফিকার মোল্লা (জুলু) তাঁর অনুগামীদের নিয়ে পোস্ট বসাতে গেলে বাঁধা দেয় ইসমাইল হাজির অনুগামীরা। এরপরই ঝামেলা শুরু হয়। অভিযোগ মারধর ও উভয় পক্ষের মধ্যে বোমাবাজি শুরু হয়ে যায়। জুলু অনুগামীদের অভিযোগ পার্টি অফিসে বসে থাকাকালীন কে এল সি থানার পুলিস এসে পার্টি অফিস ভাঙচুর করে।



ঘটনায় কে এল সি থানার এডিশনাল ওসি সহ তিন পুলিস কর্মী ও বেশ কয়েকজন তৃনমুল কর্মী আহত হয় বলে অভিযোগ।